
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর বিএনপি’র মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমার সঞ্চালনায় ও পৌর সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান।
প্রধান বক্তা ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহ জালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী।
সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান বলেন, স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা একটি রাজনৈতিক দল আজও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি’র ৩১ দফা বাস্তবায়িত হলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বীরা বসন্তের কোকিলের মতো সাময়িক, কিন্তু প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া জনগণের মধ্যেই আছেন। সবাই মিলে তাঁকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
এসময় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা, মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেনসহ পৌর মহিলা দল ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।