মাটিরাঙ্গায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

মো. আবুল হাসেম, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮জুন) বিকালের দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জালাল আহাম্মদের সঞ্চালনায়, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকার প্রমুখ বক্তব্য দেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের প্রেতাত্বারা এখনো ঘাপটি মেরে বসে আছে আমাদের সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে।

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী মন্তব্য করে তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময়, স্বতস্ফুর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী সজল সহ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।