মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময়, তাইন্দং এলাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ লঙ্ঘনের অপরাধে জহিরুল ইসলাম কে ১০ হাজার টাকা।একইদিনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা লঙ্ঘনের দায়ে বড়নাল ইউনিয়নের এস্কেভেটরের মালিক ফারুক হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/