মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
চাকরিতে ১০ম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
গতকাল রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)-এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করে।
বিএমটিএ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, “১০ম গ্রেড প্রদানসহ আমাদের ন্যায্য পাওনা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে মাটিরাঙ্গায় আজ এ কর্মবিরতি পালিত হয়েছে। সরকার দ্রুত দাবি মানা না নিলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমটিএ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মো. হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, ফার্মাসিস্ট রুপা চাকমা, রাজিব পালসহ অন্যরা।
দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/