মো. আবুল হাসেম, প্রতিনিধি: প্রীতিভোজ কেক কাটা ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।
রোববার (২৭ অক্টোবর) দুপুরের দিকে জোন সদরে অবস্থিত প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এসময়, মাটিরাঙ্গা জোন সদরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসির হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। একইসময় মাটিরাঙ্গা জোনের উত্তরোত্তর উন্নতি ও সেনাবাহিনীর উজ্জ্বল ভবিষ্যত ও সমৃদ্ধি কমনা দোয়া ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল মোওাকিম। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার। মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম। পলাশপুর জোন (৪০ বিজিবি) কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন। যামিনীপাড়া জোন কমান্ডার, (২৩ বিজিবি) লে: কর্ণেল আলমগীর কবির। রামগড় (৪৩ বিজিবি) জোন কমান্ডার লে: কর্নেল সৈয়দ ইমাম হোসেন সহ সামরিক বে- সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ১৫ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারি তথা মাটিরাঙ্গা জোন কর্তৃক পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে ইউনিটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/