মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র‌্যালি, মহড়া ও চেক বিতরণ

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

শুরুতে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এতে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে ফায়ার সার্ভিসের লক্ষীছড়ি ইউনিট ও উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অংশগ্রহণে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নি নির্বাপণে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাশেদ, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কতা, জনসচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগকে জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন’।
আলোচনা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩২ জন মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।