মানিকছড়িতে কৃষকদলের আয়োজনে রৃক্ষরোপন

মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলে আয়োজনে বিএনপি দলীয় অফিসে সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় দিকে উপজেলা দলীয় অফিসে সামনে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ মাধ্যমে কর্মসূচি পালন করা হয়েছে।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সহ-সভাপতি আব্দুল আউয়াল, মানিকছড়ি সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, উপজেলা যুবদলে আহ্বায়ক কমিটি সিনিয়র আহ্বায়ক মোঃ মীর হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম বলেন, পাহাড়ের সবুজ গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহন করি। এ অপরিপক্ক গাছগুলোকে প্রতি বছর ইট পোড়ানো ও জ্বালানি কাঠের অপ্রয়োজনে নিধন করে ফেলি। তাই সকলেই নিজ নিজ দায়িত্ববোধ থেকে গাছ লাগানোর মধ্য দিয়ে আগামী প্রজম্ম মানুষের সে গাছের অক্সিজেন তৈরি করে দিতে হবে এবং গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।