

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি
খুচরা সার বিক্রেতা লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত ও টিও নিবন্ধন প্রদানের দাবীতে খাগড়াছড়ির মানিকছড়িতে ২০ অক্টোবর সকাল ১০টায় মানিকছড়ি উপজেলা সদর আমতল সড়কের পাশে অবস্হান কর্মসূচির মাধ্যমে সারাদেশে খুচরা সার বিক্রেতা লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করা ও টিও নিবন্ধন প্রদানের দাবীতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হানিফ, খাগড়াছড়ি জেলা ও মানিকছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, ক্যাশিয়ার মো. সফিকুল ইসলাম ও কৃষক মো. কবির হোসেন প্রমূখ।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতারা বলেন, সম্প্রতি দেশব্যাপি প্রান্তিক কৃষকদের দোড়গোড়ায় সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে বা কোন মহলকে আর পৃষ্ঠপোষকতা না দেওয়ার সরকারি সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ। সরকারি এই সিদ্ধান্তের ফলে সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাদের পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব পড়বে! সরকার ইউনিয়ন পর্যায়ে ডিলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিল না করে তা বহাল রাখার জোরদাবী জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার মাধ্যমে কৃষি সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ।