মানিকছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ময়ুরখিল এলাকায় পারিবারিক কলহের জের ধরে ছেলে ক্ষিপ্ত হয়ে নিজ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করলে মুমূর্ষু অবস্থায় পিতা চমেক মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে ২১ জানুয়ারী রাতে পারিবারিক কলহের জের ধরে বিনোদবিহারী মজুমদার( ৭২) কে নিজ ছেলে খোকন মজুমদার (৩৫) দাড়ালো দা দিয়ে কোপালে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশিরা আশংকা জনক অবস্হায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা রত অবস্থায় পিতা বিনোদ বিহারী মারা যান। তার মৃত্যুতে ময়ুরখিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী খুনির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এদিকে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মাহদুল হাসান জানিয়েছেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হবে এবং খুনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/