

মোঃ শহীদুল ইসলাম মানিকছড়ি খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ বুধবার সকাল ৬ টায় মানিকছড়ি উপজেলা সদর শহীদ মিনারে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া। পরে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল, বিএনপি সভাপতি এনামুল হক এনাম সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন ও সহযোগী সংগঠনের নেতারা,মুক্তিযুদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারী কর্মচারী ক্লাব, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিলন কান্তি দে ও তার সংগঠনের নেতারা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো ফুল দিয়ে ৭১ এ মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে রানী নীহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়, সকাল ১০ টায় নির্বাহী কর্মকর্তা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধাদের সন্মাননা প্রদান করা হয়।এসময় নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী ভূমি কমিশনার থানা অফিসার্স ইন্চার্জ,ছাত্র আন্দোলনে প্রতিনিধি ও মুক্তি যোদ্ধারা উপস্থিত ছিলেন।