মানিকছড়িতে ৫৭টি জলাশয়ে পোনা অবমুক্ত

মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা মানিকছড়িতে উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় ৫৭ টি খাস ও সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন সমবায় সমিতির, মসজিদ, মন্দির ও মাদ্রাসায় জলাশয়ে অবমুক্তের জন্য ২১১ কেজি রুই জাতীয় পোনামাছ বিতরণ করা হয়।

বুধবার (২৭ আগস্ট) ১১টায় দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আলী, মানিকছড়ি উপজেলা শাখা মারমা ঐক্য পরিষদ সভাপতি আপ্রুসি মগ, ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষকদলে সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।