

নিজস্ব প্রতিবেদক::
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ৩১ আগস্ট, ২০২৫খ্রি. খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (জুন ২০২৫খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষনায় মেধা ও যোগ্যতায় নিয়োগ পেল ৯ জন।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন- খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাদিরা নূর, পার্বত্য জেলা; ফেনী জেলা সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) তাসলিম হুসাইন ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ।
লিখিত পরীক্ষায় মোট ২২ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ন হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ০৯ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ০২ জন অপেক্ষমান তালিকায় স্থান পান।
উক্ত পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) অভিনন্দন ও শুভেচ্ছা জানান।