
নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম ( বার) খাগড়াছড়ি জেলার ২০২৪ সালের জানুয়ারি মাসে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ এসআই ও এএসআই ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।
৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্য্যালয়ে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। এসময় জেলার অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানুয়ারি ২০২৪ইং মাসে খাগড়াছড়ি জেলার অপরাধ পর্যালোচনা ও মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই মোঃ শাহনেওয়াজ (পিপিএম) নির্বাচিত হয়।

শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে টিম গুইমারা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে আরো কাজ করতে এবং মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।