যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকাল ৩:০০ টার দিকে উপজেলা বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নেন।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম সবুজ, সভাপতি, জেলা যুবদল, খাগড়াছড়ি। প্রধান বক্তা ছিলেন- মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার যুগ্ম-সম্পাদক বাবু কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সোহেল আহমেদ শুভ ।

সভায় প্রধান অতিথি মাহবুব আলম সবুজ বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আমাদেরকে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে হবে।

তিনি আরও বলেন,যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে পরিবর্তনের প্রতীক। তাই সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে মাঠে থাকতে হবে।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সারাদিনজুড়ে উপজেলা সদর ছিল যুবদল নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত। এছাড়াও জেলা নেতৃবৃন্দ সকার ১০:০০ ঘটিকা হইতে ২:০০ ঘটিকা পর্যন্ত ডোর টু ডোর প্রচারণা করেন।