পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়িতে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা অপপ্রচার ও সাজানো যোগদান নাটকের তীব্র প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা। বুধবার দুপুরে পানছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল কাশেম। তারা বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে যে যোগদান সংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাজানো এসব যোগদান নাটকের মাধ্যমে রাজনৈতিক সুনাম নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামী একতাবদ্ধ এবং সংগঠনের নেতাকর্মীরা এখনও আগের মতোই দলীয় আদর্শে অটল রয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলকে দুর্বল করার যে অপপ্রয়াস চলছে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে নেতারা গণমাধ্যমকে অনুরোধ করেন, যাচাই-বাছাই ছাড়া এসব অসত্য তথ্য প্রচার না করতে এবং প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরতে। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে। জনগণ এসব অপপ্রচার বিশ্বাস না করে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনের শেষে উপজেলা জামায়াতের নেতারা জানান, ভবিষ্যতেও তারা যো কোনো অসত্য তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং সংগঠনের সম্মান রক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেবেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/