

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়()
মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। ভোর ৫.৫১ মিনিটে সূর্যদয়ের সাথে সাথে রামগড় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন, রামগড় থানা, রামগড় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রামগড় প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রামগড় হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রামগড় উপজেলা এবং পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.মফিজুর রহমান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো.ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া হয়।