রামগড়ে প্রবীন বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রবীন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ “ভোট পর ওয়াদুদ ভূঁইয়া ভোট পর ধানের শীষ” প্রতীকের পক্ষে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (১লা নভেম্বর) বিকালে উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া বাজার থেকে খাগড়াবিল বাজার পর্যন্ত এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রবীন বিএনপির নেতৃত্ববৃন্দ মো.আব্দুল কুদ্দুছ, মুসা আহমেদ, ছিদ্দিকুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড়ের প্রবীন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই জনসংযোগে বাজার এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং রাজনৈতিক প্রতীক ধানের শীষ প্রচারের মাধ্যমে খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে সমর্থন ও দোয়া আহ্বান করেন প্রবীন বিএনপির নেতৃত্ববৃন্দ।