মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
আজ ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস। এই দিনটি বাঙালীর ইতিহাসে মুক্তিযুদ্ধে এক অবিস্বরনীয় ঘটনা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গঠিত ১নং সেক্টর রামগড় মহকুমা শহর ৮ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রামগড় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে রামগড় বিজয় ভার্স্কযে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষথেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আনোয়ার ফারুক, সহকারী কমিশন (ভূমি) মানস চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজুর রহমান, ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দীন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী তথ্য অফিসার মো.বেলায়েত হোসেন, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, পিআইও নজরুল ইসলাম সহ রামগড় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/