মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়(খাগড়াছড়ি)
পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাসুক পাড়ায় হালদা নদীর উৎস মুখ এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক মো.নাজিম উদ্দিন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মনজিলা চৌধুরী ঝুমা, জেলা মৎস্য অফিসার ড. রাজু আহমেদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈন উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও হালদা নদীর উৎস মুখ সংরক্ষণ কমিটির সভাপতি মো.নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, হালদা নদীর উৎস মুখের স্থানীয় বাসিন্দা কর্ণমহন ত্রিপুরা, মৎস্য চাষী আনিসুল হক প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হালদা নদীর উৎস মুখের স্থানীয় বাসিন্দা, মৎস্য চাষী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশ নেন।
এসময় বক্তারা হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/