রামগড় বলিপাড়া কাসেমুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি ।।
খাগড়াছড়ির রামগড় উপজেলার বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (২৮আগস্ট) বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফিজাহুল্লাহ),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মীর হোসাইন।

মাদ্রাসার পরিচালক মাওলানা কারী নূর হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষা পরিচালক হযরত মাওলানা মুফতি ইউনুস অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরবর্তীতে বিশেষ অতিথি মাওলানা মুফতি মীর হোসাইন আমীরে হেফাজতের নির্দেশক্রমে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, মুহিব্বিন ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করেন।

এ সময় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী,হাফেজ মাওলানা আবুল হোসাইন, ফেনীরকুল নুরুল কুরআন ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষক,ওলামায়ে কেরাম, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, মুহিব্বিন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইসলাম, দেশ, জাতী ও মুসলিম উম্মাহ সার্বিক কল্যাণ কামনা করে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী’র দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।