রামু প্রতিনিধি
রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৩ সেপ্টেম্বর রামুর কাউয়ারখোপ মৈষমুম ডাকভাঙ্গা বাংলাদেশ এরিয়া অফিসে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খান।
বাংলাবাড়ি বেলজিয়ামের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার। প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী খান এর উপস্থিতিতে প্রশিক্ষনের উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষক ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়- নিয়মিত এসএমসি মিটিং করা, সবাই একমত ও প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক থাকা, অভিভাকদের সচেতন করা, সমস্যা হলে সভায় আলোচনা করা, নিয়মিত অভিভাবক সভা করা, শিক্ষার্থীদের উন্নয়নে নিয়মিত মূল্যায়ন করা, স্কাউটিং, নিয়মিত নৈতিক শিক্ষা বিষয়ক শ্লোগান প্রাকটিস করা এবং কমিউনিটি স্টেকহোল্ডারদের সাথে কর্মকর্তাদের সম্পর্ক উন্নয়নে নিয়মিত সচেষ্ট থাকার উপর গুরুত্বারোপ করা হয়।
মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার। ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্প পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় এবং ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যবৃন্দ দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/