 
                    
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার রাজগিরি নিদর্শন ভাবনা কুঠির বৌদ্ধ বিহারে “কঠিন চীবর দান উৎসব ২০২৫” উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে বার্মাছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে এ সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ তৌহিদুর রহমান পাভেল। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব সমাজে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”
তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতৃবৃন্দ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                