মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকেলে বাজার ও উপজেলা সদর ও বেলতলী পাড়া এলাকা এ প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত “ভোট ফর ধানের শীষ” গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির নেতবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, বলেন, ২০০১সালের উন্নয়নের বার্তা নিয়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতী নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি, এলাকায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। এ প্রচারণার কার্যক্রম পুরো উপজেলায় আরো গতিশীল করা হবে বলে তিনি জানান।
উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হওলাদার বলেন, জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্করের ৩১ দফা বাস্তয়নের বার্তা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা আশা করি ধানের শীষ প্রতীক এই জেলায় বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/