মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কাজের জন্য প্রিন্টার মেশিন বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে প্রিন্টার মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ তাজুল ইসলাম উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রতিনিধিদের মাঝে বিদ্যালয়ের কাজে প্রিন্টার মেশিন তুলে দেন।
খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো: মোবারক হোসেন সহ লক্ষ্মীছড়ি উপজেলার ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি বৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ তাজুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পড়া-লেখার উৎসাহ প্রদান করেন এবং পাহাড়ে জেলা পরিষদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও শিক্ষার মান উন্নয়নে শিক্ষা উপকরণসহ সহযোগিতা করে আসছেন এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা বলেন, জেলার শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে লক্ষ্মীছড়ি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে প্রিন্টার মেশিন বিতরণ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পাহাড়ে পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রযুক্তি ও দাপ্তরিক কাজে একধাপ এগিয়ে নিয়ে যেতে পাড়ে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওত প্রোতভাবে জড়িত থাকে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে পরিচয় করিয়ে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা পরিষদের একমাত্র মূল লক্ষ্য।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/