লক্ষ্মীছড়িতে শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা ও আলোচনা সভা

মোবারক হোসেন, লক্ষীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো: ফোরকান হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিশেষ অতিথি জেলা শ্রমিকদলের সহ-সম্পাদক কুসুম উদ্দিন ফারুক, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো: মুজিবুর রহমান। উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: আনসির রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ, সহেব আলী প্রমুখ। সভাপতিত্ব করেন, যুবদলের যুগ্ম আহবায়ক মো: কামরুল ইসলাম।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির আহবায়ক হয়েছেন,-কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব করা হয়েছে মো: সাহেব আলিকে।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ এর প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাত কে শক্তিশালী করতে সংগঠনের কার্যক্রম এবং ভোট প্রচারণার মাধ্যমে ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।