মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কাউছার হামিদ। লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় শূন্য থাকার পর নতুন ইউএনও নিয়োগ দেয়া হলো।
১ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ কাউছার হামিদ-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও সেটু কুমার বড়ুয়া বদলি হয়ে চলে যাওয়ার পর লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় ধরে ইউএনও পদ শূন্য ছিল।
এদিকে একই প্রজ্ঞাপনে জেলার দীঘিনালা উপজেলায় তানজিল পারভেজ ও সদর উপজেলায় মিজ ফারিয়া সুলতানাকে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ কাউছার হামিদ ৩৬তম বিসিএস(প্রশাসন) ক্যাডার’র এই কর্মকর্তা সহকারি কমিশনার হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/