মো. ইসমাইলুল করিম, বান্দরবান।।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্রাক্টর উল্টে মো. সাহাব উদ্দিন (২৩) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ইয়াংছা এলাকার সেলিম চৌধুরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।
নিহত সাহাব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে চকরিয়ার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামার দিকে যাচ্ছিলেন চালক মো. রহিম ও গাড়ির মালিকের ছেলে সাহাব উদ্দিন। সেলিম চৌধুরী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজনই আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাহাব উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত চালক মো. রহিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর নামের আরও তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/