।। স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আমরা সর্বোচ্চ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলার শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। স্মার্ট গড়তে হয় তাহলে আমাদেরকে সবচাইতে শিক্ষাকে সবচাইতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
আজ শনিবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে ইংলিশ ভয়েস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও শিক্ষা সফর অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মংসুইপ্রু চৌধুরী বলেন, শিক্ষক-অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি আরো যত্নবান হতে হবে। শুধু পড়ালেখা করে পাশ করলে হবে না। ফাস্ট, সেকেন্ড, থার্ড হওয়া বড় জিনিস নয়, আমরা চাই মানসম্মত শিক্ষা। শিক্ষাঙ্গনকে আলোকিত করার জন্য পার্বত্য জেলা পরিষদ সকল স্কুলে কাজ করবে। শিক্ষার মানোন্নয়নে যা করা দরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ করবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল হক, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ খাগড়াছড়ি জেনারেল ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন সবুজ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সকল শিক্ষক ও অভিভাবকরা। স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রথমে এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন অতিথিরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/