

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”—এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ) কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে টিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা সভাপতিত্ব করেন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃতী চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অর্পন কুমার চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সদর আঞ্চলিক শাখার মিহির কান্তি ত্রিপুরা, বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ১২০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বগুণ অর্জন ও প্রযুক্তি নির্ভর দক্ষ প্রজন্ম তৈরিতে আরও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন
অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষাক্ষেত্রে অব্যাহত সফলতার জন্য তাদের উৎসাহিত করেন।