
প্রতিনিধি, খাগড়াছড়ি।।
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার চেক খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯ উপজেলার বৌদ্ধ বিহারসমূহে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের জেলা সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরা। এসময় বক্তব্য রাখেন সিএইচটি বৌদ্ধ সংঘ কাউন্সিলের অর্থ সচিব নন্দপাল মহাথের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী এবং গুইমারার সাবেক ইউপি চেয়ারম্যান অংগ্য মারমা।
অনুষ্ঠানে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, দায়ক–দায়িকা নেতৃবৃন্দসহ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার মোট ৭৪টি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক সহায়তার চেক প্রদান করেন অতিথিরা।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলার ৯ উপজেলার মোট ৪৯১টি বৌদ্ধ বিহারকে প্রতিটিতে ১১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর অংশ হিসেবে গুইমারা ও মাটিরাঙ্গার বিহারগুলোকে অনুদান প্রদান করা হয়েছে। এর আগে পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলার বৌদ্ধ বিহারসমূহে চেক বিতরণ সম্পন্ন হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।