দিদারুল হৃদয়, গুইমারা।।
খাগড়াছড়ির গুইমারায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্নার সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় ইউএনও প্রশাসন-সাংবাদিক সম্পর্ককে পরিপূরক বলে অভিহিত করেন।
সভায় ইউএনও মিসকাতুল তামান্না বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের ইতিবাচক দিক যেমন তুলে ধরেন, তেমনি অসঙ্গতিগুলোও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক—সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, “গুইমারার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকরা আগের মতোই গঠনমূলক ভূমিকা রাখবেন।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফুরকানুল হক সাকিবসহ অন্যান্য সদস্য আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, আবুল বাশার ও রুবেল হোসেন।
সভায় সাংবাদিকরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং গুইমারায় উন্নয়ন ও জনসেবামুখী কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/