দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি
সার নীতিমালা "২০০৯" এর পূনর্বহাল ও "২০২৫" এর বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা এসেসিয়েশন অব বাংলাদেশ এর গুইমারা শাখা।
২০ অক্টোবর সকাল ১০ টায় সংগঠনটির গুইমারা উপজেলা সদস্য সচিব নাছির উদ্দিনের সঞ্চালনায় মানবন্ধনে সভাপতিত্ব করেন খুচরা সার ও কীটনাশক ব্যাবসায়ীদের সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুচরা সার ও কীটনাশক ব্যাবসায়ী, নান্নু মিঞা, আতিউর, মফিজ মাষ্টার, অপু, দেলোয়ার, রিংকু, হানিফ,আনোয়ার, কীর্তি ত্রিপুরা, বাবুল গাজি, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের সার নীতিমালা "২০২৫" বাস্তবায়িত হলে অনেক খুচরা সার বিক্রেতা পুঁজি হারিয়ে পথে বসবে। অনেক পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। অনেক ব্যাবসায়ী কৃষকদের কাছে বাকি বকেয়া দিয়েছিলেন, বকেয়া টাকা তুলতে না পারলে আমরা ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে ঋন নেয়ার কারনে তাদের সময়মতো পাওনা টাকা না দিতে পারলে ঋনখেলাপি হয়ে যাবো। গুইমারা হাফছড়ি কৃষক মো:ইউছুফ বলেন, আমরা কৃষকরা সবসময় ডিলারদের কাছ থেকে সার নিতে পারি না, এর কারন হচ্ছে সরকার ৯ টি ওয়ার্ডে ৯ জন খুচরা ডিলার দিয়েছেন, আমরা আমাদের নেয়ার সুবিধামতো তাদের তাদের কাছ থেকে সার নিয়ে থাকি, এখন যে নীতিমালা সরকার করছে তা আমাদের সুবিধা না হয়ে বরং আরও অসুবিধা হবে , তাই আমরা এই নীতিমালা বাতিলের জন্য সরকারের কাছে আবেদন করছি।
পরিশেষে, খুচরা সার ডিলাররা গুইমারা উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে কৃষি সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/