নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
ব্রেন টিউমারে আক্রান্ত খাগড়াছড়ি জেলার পানছড়ির লোগাং নিবাসী মোঃ জামাল খানের মেয়ে জিনিয়া তাবাসসুম তানিসার চিকিৎসার জন্য "সিরাতে মুসতাক্বীম ফাউন্ডেশন" এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ (১৬মার্চ) রবিবার বিকাল সাড়ে ৩টায় জিনিয়া তাবাসসুম তানিসার মামা'র হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী,সেক্রেটার মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,নির্বাহী সদস্য মাওলানা নুরুল কবি আরমান, বেলাল হোসেন স্বপন উপস্থিত ছিলেন।ফাউন্ডেশনের সেক্রেটের মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর জানান, দ্বীন- ইসলামের প্রচার -প্রসার ও মানবকল্যাণে সিরাতে মুসতাক্বীম ফাউন্ডেশন এর কার্যক্রম অব্যাহত থাকবে -ইনশাআল্লাহ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/