হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙ্গামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি হতদরিদ্র ও গরীব পরিবারকে ছাগল, হাঁস, মুরগী ও খোয়ার ইত্যাদি বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল কাপ্তাই জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ (পিএসসির) তত্বাবধানে এই স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ করা হয়।
কর্তৃপক্ষ জানায় "সম্প্রীতি ও উন্নয়ন" প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ২১টি উপজাতি ও ৯টি বাঙালি পরিবারসহ ৩০টি পরিবারকে ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হয়। এসময় এসব স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থানের উপকরণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিষয়ে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, আমাদের বাঙ্গালহালিয়া ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে যেসকল স্বাবলম্বী উপকরণ বিতরণ করা হয়েছে তাতে গরীব ও অসহায় পরিবারগুলো আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারবে। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ (পিএসসি) বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন কমান্ডার।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/