স্বনির্ভর বাজার কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী খাগড়াছড়ি জোন

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

আজ ১৮ অক্টোবর সকাল ১১টায় স্বনির্ভর বাজারে মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন ও নবগঠিত কমিটির সদস্যরা। এ সভায় বাজার কমিটির পক্ষ থেকে বাজারের সার্বিক উন্নয়ন ও জনসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার এসআই মিঠুন সরকার, বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা এবং অন্যান্য সদস্যবৃন্দ।

বাজার কমিটির পক্ষ থেকে দাবি করা হয়- বাজারে নাইট গার্ড নিয়োগ, পাবলিক টয়লেট স্থাপন, বাজারের রাস্তা সংস্কার, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা তৈরি, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ইত্যাদি।

খাগড়াছড়ি সদর জোন উপ-অধিনায়ক মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন বলেন- “বাজারের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।” তিনি আরও জানান, বাজার এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি সেক্টর কর্তৃপক্ষও সক্রিয় ভূমিকা রাখছে, পাশাপাশি পুলিশ বিভাগ নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি করবে বলে আশ্বাস প্রদান করেছে। খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি, খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে বাজারের সার্বিক নিরাপত্তা ও নজরদারির অংশ হিসেবে দুইটি সিসি ক্যামেরা বাজার কমিটির নিকট হস্তান্তর করেন জোন উপ-অধিনায়ক মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন। সভায় উপ-অধিনায়ক সকলকে ধৈর্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব নিয়ে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন- বাজার কমিটির উত্থাপিত দাবিগুলো আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।