স্বাধীনতা সোপানে শহীদদের প্রতি বিনম্র

ph. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা সোপানে বীর শহিদদের প্রতি মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন।

জাতির শ্রেষ্ঠসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মাটিরাঙ্গার বিভিন্ন স্তরের মানুষ সকাল থেকে স্বাধীনতা সোপানে জড়ো হতে থাকেন। সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এবং পৌরসভা কর্মকর্তাদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত)হাসিবুল হক পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমিতি, মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য স্বাধীনতা সোপান সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

একই দিনে সকাল ৯টায় মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর পুলিশ, ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গালর্স গাইড সদস্যের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।