

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা, আছাদতলী ও ঘোরখানা অংশে অভিযান চালিয়ে ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
শনিবার (১৮ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী করে এসব চরঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর আছদতলী অংশ থেকে ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে হালদার উজান বড়বিল এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, মানিকছড়ি থানায় এএসআই আনোয়ার হোসেন, সংগীয় ফোর্স ও হালদা নদীর পাহারাদার অংশ নেন।
অভিযানকালে হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা, মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে মাছের অবাধ চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য স্থানীয়দের পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা।