

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫অক্টোবর) বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মাওলানা হাফেজ আশরাফ আলী’র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মানববন্ধন শুরু হয় হয়।
জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সেক্রেটারী মাওলানা মাওলানা কাউসার আজিজী,সংহতি প্রকাশ করে জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলার সাধারণ সম্পাদক আল আমিন মুজাহিদী, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল,ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ সভাপতি নাজমুস সাকিব সাধারণ সম্পাদক আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনের বক্তাগণ জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করা, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধতার জন্য অন্তবর্তী কালীন সরকারের প্রতি জোর দাবি জানান। আমাদের দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।