চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিউশন বাংলাদেশ (আইইবি)'র ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালন করা হয়েছে। ''উন্নত জগৎ গঠন করুন ''এই স্লোগানকে সামনে রেখে আইইবি'র ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন,র্যালি,শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ৭ (মে) সকাল ৯ টায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার প্রশাসন ভবনের সামনে থেকে পতাকা উত্তোলনের পর পায়রা মুক্ত করে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ইঞ্জিনির্য়াস ভবনের সামনে শেষ হয়। পরে ইঞ্জিনিয়ার্স ভবন মিলনায়তন কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইইবি রাঙ্গাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো চিফ অপারেশনস অফিসার (চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সাধারণ সম্পাদক মোঃ মুসা'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর আওতাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
এ সময় তিনি বলেন,আইইবি ১৯৪৮ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে আজ ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এত সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই পথচলা আরো সুদূরপ্রসারী হোক এই প্রত্যাশা কামনা করি।
এ সময় আরো বক্তব্য রাখেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এমটিএস বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান কবির। এ সময় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো),ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ) এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ,উপ-প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ আইডিইবি'র রাঙ্গাদিয়া কেন্দ্রের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/