চকরিয়া-লামা সড়কে ডাকাতি; গহীন জঙ্গল থেকে ৫ ডাকাত গ্রেফতার

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় চকরিয়া-লামা সড়কে ডাকাতি; গহীন জঙ্গল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে চকরিয়া থানার পুলিশ।থানার প্রেসনোট সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতের দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী লামা-আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্ত এলাকায় ৮-৯ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতির চেষ্টা করে। এসময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রীদের মারধর করে। স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়কের দুই পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় মামলা নং – ৫০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করেন।

বুধবার ০১ অক্টোবর পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন এর সার্বিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফাঁসিয়াখালী এলাকার গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড়ে অভিযান পরিচালনা করে ৫জন ডাকাতকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া ফাঁসিয়াখালী অচিতার বিল এলাকার, শহরমুল্লুক ছেলে মোঃ ওমর ফারুক (২৮), মোঃ ফয়েজ ছেলে মোঃ জিসান (১৯), জাকের আহমেদ ছেলে জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিম (২৬),নজরুল ইসলাম ছেলে মোঃ মোবারক (২৫) সহ ৫ জন। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, একটি তাজা কার্তুজ, এবং পাঁচটি দা ও রামদা উদ্ধার করা হয়।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার জানান, ধৃত আসামিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চকরিয়া’সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানার পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।