মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া
পবিত্র ওমরাহ পালনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী এবং উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন। দেশে ফেরার পর এই দুই নেতাকে বর্ণাঢ্য এক সংবর্ধনা প্রদান করেছে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি পরিবার।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বাদে আসর রানিরহাট কেবিএস কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়।
কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান রনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার।
সংবর্ধিত অতিথিদের প্রতি শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউছুপ কামাল, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি করিম সওদাগর, ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, রানিরহাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন লিটন ও জয়নাল আবেদীন জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী আবেগময় কণ্ঠে বলেন, "পবিত্র খানায়ে কাবা এবং মদিনা মোনাওয়ারা জিয়ারত করে সুস্থভাবে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি, এর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই উষ্ণ সংবর্ধনার মাধ্যমে আপনারা যে ভালোবাসা দেখালেন, তা আমার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে অনুপ্রেরণা যোগাবে।" তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
নেতৃদ্বয়ের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায় ছাড়াও রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া মঞ্চের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/