মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি বান্দরবানঃ
উপজেলার পর্যটন স্পট নাফাখুমে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া পর্যটক মোঃ ইকবাল হোসেন আনুমানিক বয়স (২৫)। মৃতদেহ উদ্ধার হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার অহিদুর রহমান থেকে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন ১৬নভেম্বর বিকেল ৩,৫৫মিনিটে নিখোঁজ হওয়া এলাকা থেকে উদ্ধার করা হয় সেখান থেকে উপজেলা সদরে রাত আটটার দিকে নিয়ে আসা হয় পরবর্তীতে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে যে উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যান ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১৭ জনের একটি দল,শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতে যান,সেখানে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে যায়,তখন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় যুবক লুমেন খুমী জানিয়েছেন, তিনি আরো জানান পর্যটকদের সাথে উপজেলার স্থানীয় গাইড নিয়ে যায়নি।
নিখোঁজ হওয়ার পর থেকে বিজিবি, পুলিশ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
জানা যায় যে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে নাফাখুম৷ স্থানীয় গাইড ছাড়াই পর্যটকদের ১৭সদস্যদের টিমটি নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার থেকে জানতে চাইলে নিখোঁজ পর্যটক বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন খবর নিখোঁজ হওয়া পর্যটক মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আত্মীয়-স্বজনের নিকট তুলে দেওয়া হবে।
উদ্ধার হওয়া পর্যটক ইকবালের বাড়ি ঢাকা ডেমরা থানার,সারুলিয়া,রসুল নগর গোপ দক্ষিণ গ্রামে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/