বিপ্লব দাশ,লামা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আমি মুখে যা বলি কাজেও তাই করেছি । শান্তি ,সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখাতে নৌকায় ভোট দিন। তিনি বলেন, আপনারা ৭ জানুয়ারী এক দিন কষ্ট করে নৌকাকে বিপুল ভোটে জয়ী করুন। আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করব। যারা নির্বাচন বর্জনের কথা বলেন, তারা কি করেছেন ? তারা একটা স্কুল করে নাই, একটা কলেজ করে নাই। আপনারাতো ভোটে যাবেন না, কারন আপনরাতো জনগনের জন্য কিছুই করেন নাই। বীর বাহাদুর বলেন, এখন যে কাজ গুলো হয়েছে, সে গুলো যদি আরো আগে হত, তাহলে এখন নতুন নতুন কাজ করতে পারতাম। আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে অতীতে অন্য কোন সরকার তা করে নাই। গতকাল শুক্রবার সন্ধ্যায় বান্দরবান জেলার লামা পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে, লামা পৌর বাস টার্মিনালে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
লামা পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও লামা পৌরসভা মেয়র মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লামা উপজেলায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল ,বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী সহ প্রমুখ। লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লামা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ রফিক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও মন্ত্রীপুত্র রবীন বাহাদুর এবং রোমিও বাহাদুর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য , বিজয় আইচ , যুগ্ম সাধরন সম্পাদক ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা ও মিন্টু কুমার সেনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন , আপনাদের নেতা কোথায়? তিনিতো জরুরী অবস্থার সময় আর রাজনীতি করবেননা মর্মে টিপসই দিয়ে লন্ডন পালিয়েছেন। যে ছেলে তার অসুস্থ মাকে দেখতে আসেনা , মায়ের প্রতি যার ভালোবাসা নেই, সে দেশকে কিভাবে ভালোবাসবে। আপনারাতো ক্ষমতায় ছিলেন, আপনারা কি একজন বয়স্ক মানুষকে সাহায্য করেছেন ? করেন নাই। ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বাকালিন ভাতা, বিনামূল্যে বই এ গুলো কি আপনারা দিয়েছেন ? বরং সার চাওয়ার কারনে গুলি করে কৃষক মেরেছেন। ন্যায্য মুজুরী চাওয়ার কারনে গুলি করে শ্রমিক মেরেছেন। আপনারাতো জনগনকে খাম্বা ছাড়া আর কিছুই দেন নাই। সেজন্যই আপনারা নির্বাচনে যাবেন না। কারন আপনারা জানেন নির্বাচনে গেলে জনগন আপনাদেরকে ভোট দিবেনা।
বীর বাহাদুর আরো বলেন, নির্বাচনে আমার ওয়াদা একটায়, যদি ক্ষমতায় যাই- তাহলে সরকারি পর্যায়ে যা কিছু করার সুযোগ পাব, তার কোনটায় হাতছাড়া করবোনা। বিগত দিনে যা হয় নাই , আগামী ৫ বছরে তা করতে যা করা দরকার তার সবই করবো। তিনি বলেন, বান্দরবান যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে এগিয়ে যেতে পারলে আগামী ১০/১২ বছরে দেশের ৬৪ জেলার মধ্যে বান্দরবান রোল মডেলে পরিনত হবে। তিনি স্মার্ট ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারী সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/