আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি
মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) দুপরে আরসা প্রধানকে মামলার শুনানির জন্য প্রথমে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়, পরে তাকে আবার অন্য মামলার শুনানির জন্য বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় বিচারকরা শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এ সময় আদালত চত্বরে কঠোর অবস্থানে ছিল পুলিশের সদস্যরা আর বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে কারাগারে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোহিঙ্গারা আরকানের জমি পাবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস যা করছে সেজন্য শুকরিয়া আদায় করেন।

প্রসঙ্গত; গত ১৮ই মার্চ নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আর তার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলা ও নাইক্ষ্যংছড়ি থানায় র‌্যাবের এক সদস্যকে আহত করার একটি মামলা রুজু রয়েছে।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।