
মো.জয়নাল আবেদীন আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালন করেছে উপজেলা প্রশাসন ও লামা বনবিভাগ। (১ নভেম্বর) শনিবার উপজেলার তিনটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও জালানী কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম,
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে UBM ইটভাটা’কে ১লক্ষ টাকা এবং ABM ইটভাটা’কে ১ লক্ষ টাকা’সহ মোট ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ২,১২০ ঘনফুট জালানি কাঠ জব্দ করে লামা বনবিভাগের হাজতে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম জানান” সরকারের নির্দেশনা অনুযায়ী আলীকদম উপজেলায় নতুন ইটভাটা স্থাপন বা পুরাতন ইটভাটা পরিচালনার কোনো অনুমতি নেই। পরিবেশ ও বনাঞ্চল সুরক্ষার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন তৈন রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম। মাতামুহুরী বিট কর্মকর্তা রনি পারভেজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।