আলীকদমে শিশুদের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলছে ১৪ হাজারের অধিক টিকা পাবে শিশুরা

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় প্রথম বারের মতো সরকারিভাবে বিনামুল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

গত রোববার (১২ অক্টোবর) সকালে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলীকদম স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন আলীকদম উপজেলা কৃষি অফিসার মোঃ সোহেল রানা। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার মো. আবু হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ডাক্তার আবু হানিফ।

এসময় আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। এসময় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ রেজিষ্টেশন সম্পন্ন টাইফয়েড টিকা গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আপ্রুমং মার্মা প্রধান শিক্ষক, আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সম্প্রসারিত টিকাদানকারী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরেই ধারাহিকতায় আজ সোমবার (১৩ অক্টোবর) আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই টাইফয়েড টিকাদান কর্মসূচির শিশুদের টিকা প্রদান করা হয়। মাসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে বলে জানায় টিকাদানকারী স্বাস্থ্য কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো.রিয়াজ উদ্দীনসহ সংশ্লিষ্টরা।

আলীকদম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার আবু হানিফ জানান, এক মাসব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহনের ফলে শিক্ষার্থীরা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকবে। তিনি বলেন, আলীকদমে ১৪,০৭৯ জন শিশুকে টাইফয়েড এর টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেন।