আলীকদম কলেজের প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই 

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম কলেজ এর নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩নভেম্বর) নতুন ভবনটিতে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন এবং বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর। আলীকদম কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন। চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন। আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো। আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত ছিলেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে নতুন ভবনটিতে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

নবনির্মিত প্রশাসনিক ভবন কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষকদের বেতনের জন্য প্রধান অতিথি ২ লাখ টাকা অনুদান দেওয়া ঘোষণা দেন।