
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সমাজ উন্নয়নমূলক সংগঠন আশার আলো ফোরাম-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম। ফোরামের সভাপতি জিয়া উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা রফিক বসরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ছলিম উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য, সাংবাদিক আবদুর রশিদ, আশার আলো ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম নূর, সদস্য ইমরুল হাসান ও শামসুদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, মাওলানা আবদুল গফুর, মাওলানা জয়নাল আবেদীন, বালিকা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবদুল রাজ্জাক, মাওলানা জহিরুল ইসলাম আজীজি, ব্যবসায়ী রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আশার আলো ফোরামের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে সংগঠনটি নিয়মিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।