ঈদের ছুটিতেও প্রসূতি মা’দের সেবা নিশ্চিতে কাজ করেছে পরিবার কল্যাণ পরিদর্শকা মমতাজ বেগম

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পবিত্র ঈদুল আজহার ছুটিতেও থেমে থাকেনি পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। তৈন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ছুটির ১০ দিনে তিনটি সন্তান প্রসব ১৫টি এনসি (নতুন গর্ভবতী মা) সেবা। ৭টি পিএনসি (প্রসূতি মা) সেবা, ৩০ জন সাধারণ রোগীর চিকিৎসাসেবা এবং ২২ জনকে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রদান করছের তৈন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শকা মমতাজ বেগম।

সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন, আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়া। তিনি জানান, বান্দরবান জেলার অন্যান্য সেবা কেন্দ্রগুলোর মতো আলীকদম উপজেলাতেও ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা অব্যাহত ছিল। আমাদের সেবা কর্মীরা ছুটির মধ্যেও নিবেদিতভাবে জনগণের পাশে ছিলেন।

প্রবুজ বড়ুয়া আরও বলেন, ঈদের ছুটিতে যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। সেজন্য আমাদের সব সেবা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সবার আন্তরিক প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে।

সেবাগ্রহীতারা এই সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তৈন ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামের সায়মুন আক্তার জানান, আমি ১১ জুন তৈন পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হই। সেদিন দুপুরে আমার ছেলে সন্তানের জন্ম হয়। ঈদের ছুটির সময়েও ভিজিটর আপারা আন্তরিকভাবে আমার নরমাল ডেলিভারি করিয়েছেন। এসময় কেন্দ্র খোলা না থাকলে আমরা বিপদে পড়তাম। আমরা খুব খুশি ও কৃতজ্ঞ।

তৈন ইউনিয়নের আরও এক সেবাগ্রহীতা আলীকদম সদর এলাকার হোসনেআরা বেগম বলেন, আমি ১৩ জুন কেন্দ্রে ভর্তি হয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিই। ছুটির সময়েও এমন সেবা পাওয়া সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, এর আগেও পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম চলমান রেখে প্রশংসিত ছিলেন আলীকদম উপজেলার তৈন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকেন্দ্রের চিকিৎসকরা।