

মোঃ জয়নাল আবেদীন আলীকদম।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ১শত গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন আলীকদমের আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুস মিয়া।
আজ ২৮মার্চ (শুক্রবার) তার নিজ বাসভবনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলহাজ্ব খুইল্ল্যা মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইউনুস মিয়া প্রতিবছরই বিশেষ দিন এবং বিশেষ উপলক্ষ্যে অসহায়দের পাশে দাঁড়ান, বিভিন্ন দূর্যোগ দুর্বিপাকে খাদ্যশস্য ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেন তিনি।
উপহার পেয়ে বায়োবৃদ্ধা এক বিধবা মহিলা বলেন, এবার ঈদে নতুন কাপড় পড়ার খুব ইচ্ছে করছিল, কিন্তু আমাকে কিনে দেয়ার মতো কেউ নেই আর আমার সামর্থ্যও নেই, হঠাৎই প্রতিবেশী একজন এসে বললো আপনাকে ইউনুস মিয়া ঈদ উপহার নিতে যেতে বলেছে। বিধবা মহিলাটি ইউনুস মিয়ার জন্য দু’হাত তুলে দোয়া করেন। এমনই শত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন তিনি।
আগামীকাল ও পরশুও এসব ঈদ উপহার বিতরণ চলবে বলে জানান, আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুস মিয়া।